thereport24.com
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১,  ৯ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৮ আগস্ট ৩০ ১২:০৫:১৪
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাকলিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রাহাত্তারপুল এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, অটোরিকশাটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত থেকে আসা আনোয়ারাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার পাঁচ আরোহীর সবাই আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ওই বাসের চালক ইয়াসিনকে পুলিশ আটক করেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর