thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মেক্সিকোয়  সাংবাদিক হত্যা ফের

২০১৮ আগস্ট ৩০ ২১:৩৯:৫৫
মেক্সিকোয়  সাংবাদিক হত্যা ফের

দ্য রিপোর্ট ডেস্ক : আবারও মেক্সিকোতে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। এবার দেশটির পর্যটন নগরী কানকুনে এক টেলিভিশন সাংবাদিককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিহত সাংবাদিকের অফিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, চলতি বছর ১৮ সাংবাদিককে হত্যা করা হয়েছে মেক্সিকোতে। নিহতদের সাংবাদিকদের সবাই দেশটিতে পেশাগত দায়িত্বে ছিলেন।

নিহত সাংবাদিক জ্যাভিয়ার এনরিক রদ্রিগুয়েজ ভালাদারেস নামের চ্যানেল ১০-এর ক্যামেরাম্যান ও সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এনরিকের অফিস থেকে জানানো হয়েছে, তার পরিবার তার মৃত্যু নিশ্চিত করেছেন।

কানকুনের সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে, নগরীর মধ্যাঞ্চলে অপর এক ব্যক্তির সাথে হেঁটে যাবার সময় এনরিককে গুলি করে হত্যা করা হয়। কানকুন এলাকাটি পর্যটন কেন্দ্র থেকে খুব একটা দূরে নয় বলেই জানিয়েছে এএফপি। বিষয়টি প্রসঙ্গে স্থানীয় কর্মকর্তারা এখনো কিছু জানাননি। চলতি বছরে এই নিয়ে ভালাদারেসসহ দুই জন সাংবাদিক সহিংস হামলায় নিহত হলেন।

২০১৭ সালে পেশাগত দায়িত্ব পালনকালে মেক্সিকোতে ১১ সাংবাদিক নিহত হন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ৩০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর