thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শিশু কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যা, বাবা আটক

২০১৮ আগস্ট ৩১ ১২:২০:৪৮
শিশু কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যা, বাবা আটক

পাবনা প্রতিনিধি: পানিতে ডুবিয়ে নিজের ছয় মাস বয়সী শিশুকন্যা জান্নাতিকে হত্যা করেছে মাদকাসক্ত বাবা। এ ঘটনায় বাবা ওমর ফারুককে আটক করেছে পুলিশ।

ওমর ফারুক ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামের মহি প্রামাণিকের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল জানান, ওমর ফারুক একজন মাদকাসক্ত ব্যক্তি। মদ সেবন করে বিকেলে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। পাশে থাকা ছয় মাস বয়সী শিশুকন্যা জান্নাতি তার পিঠের নিচে চাপা পড়ে জ্ঞান হারায়।

মারা গেছে ভেবে নিজের মেয়েকে বাড়ির পাশের পুকুরের পানিতে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখে। টের পেয়ে এলাকাবাসী বাবা ওমর ফারুককে আটক ও পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার ও বাবাকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর