thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

মুক্ত হলেন কাশ্মীরে পুলিশের অপহৃত স্বজনরা

২০১৮ সেপ্টেম্বর ০১ ১১:২৬:৫৯
মুক্ত হলেন কাশ্মীরে পুলিশের অপহৃত স্বজনরা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে অপহরণ করে নিয়ে যাওয়া পুলিশের স্বজনদের মুক্তি দিয়েছে হিজবুল মুজাহিদিন।

বুধবার (২৮ আগস্ট) অপহরণ করে নিয়ে যাওয়া ১১ সদস্যকে শুক্রবার (৩১ আগস্ট) রাতে মুক্তি দেয়া হয়েছে বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে।

তবে এই মুক্তির সঙ্গে হিজবুল মুজাহিদিন জানিয়েছে, তাদের দলের সদস্যদের যেসব আত্মীয় পরিজনকে আটক করে রাখা হয়েছে, তাদের তিনদিনের মধ্যে মুক্তি না দিলে পুলিশ-কর্মীদের আত্মীয়স্বজনকে তারা রেহাই দেবে না।

প্রায় তিনদশক ধরে কাশ্মীরে চলতে থাকা সশস্ত্র আন্দোলনে এর আগে কখনও এত বেশি সংখ্যায় পুলিশকর্মীদের পরিবার-পরিজন আক্রান্ত হননি।

শুক্রবার রাতে জারি করা এক অডিও বার্তায় হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু অপহৃতদের মুক্তি দেয়ার কথা ঘোষণা করেন।

একই সঙ্গে তিনি এই হুমকিও দিয়েছেন, তার সতীর্থদের যেসব আত্মীয়স্বজনকে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী আটক করে রেখেছে, তাদের তিনদিনের মধ্যে যদি না ছেড়ে দেয়া হয়, তাহলে পুলিশ-কর্মীদের আত্মীয়দের বড় শাস্তি পেতে হবে।

রিয়াজ নাইকু বলেছেন যে এতদিন তারা কাশ্মীরের পুলিশকে নিজেদের রাজ্যের মানুষ বলে মনে করতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে লড়াইয়ের ময়দানে ফ্রন্টলাইনে থাকছে কাশ্মীর পুলিশই!

নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্যদের পরিবার পরিজন এখন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন।

পুলিশের শীর্ষ কর্তারা নির্দেশ দিয়েছেন যাতে কোনও নিরাপত্তাবাহিনীর সদস্য ছুটি নিয়ে বাড়িতে না যান এই সময়ে, বা একা ঘোরাফেরা না করেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর