thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজশাহীতে ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০১৮ সেপ্টেম্বর ০২ ১৩:৩০:৩১
রাজশাহীতে ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের এসআরজি বাজার ঘেঁষা কলাবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর উপজেলার গন্ডগোহালী গ্রামের রজব আলীর ছেলে।

পুঠিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, এটি যে হত্যকাণ্ড সেটি নিশ্চিত। লাশের আঘাতের তেমন কোনো চিহ্ন নেই। পরনের লুঙ্গি ছিঁড়ে পিছমোড়া করে হাত-পা বেঁধে হত্যা করা হয় তাকে। নিহতের মোবাইল ফোন ও ভ্যান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

নিহতের স্ত্রী শিরিনা বেগম বলেন, শনিবার বিকেলে জাহাঙ্গীর আলম ব্যাটারিটালিক ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। ফোনে তার সঙ্গে যোগাযোগও করে পাওয়া যায়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর