thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

২০১৮ সেপ্টেম্বর ০২ ১৯:০০:১৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রাইনখোলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন।

রবিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর শাহ আলী থানাধীন রাইনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লাশ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দসহ বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, এসআই উত্তম কুমার ডিউটির জন্য থানায় যাচ্ছিলেন। এসময় তিনি মিরপুরের শাহ আলী থানাধীন রাইনখোলা মোড়ে পৌঁছালে ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উত্তম কুমার মারা যান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি এলাকায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০২,)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর