thereport24.com
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১,  ৯ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে গণপিটুনি দিয়ে শিশু ধর্ষণকারীকে পুলিশে সোপর্দ

২০১৮ সেপ্টেম্বর ০২ ২০:১৭:২৯
চট্টগ্রামে গণপিটুনি দিয়ে শিশু ধর্ষণকারীকে পুলিশে সোপর্দ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীতে একটি শিশুকে ধর্ষণের অভিযোগে হারুন রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

রবিবার দুপুরে মহানগরীর খুলশী থানার লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় এই ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, ১১ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে হারুন গণপিটুনির শিকার হন। ঘটনাটি জানার পর পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করে।

ধর্ষণের শিকার শিশুটিকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিঝর্ণা বস্তির এই শিশুকে স্থানীয় একটি রিকশার গ্যারেজের পেছনে নিয়ে যান হারুন। সেখানে তাকে ধর্ষণের সময় শিশুটির চিৎকারে লোকজন এসে হারুনকে ধরে ফেলে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর