thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই, প্রধানমন্ত্রীর শোক

২০১৮ সেপ্টেম্বর ০৩ ১৪:০১:২৮
সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই, প্রধানমন্ত্রীর শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

সাংবাদিক মোস্তাক হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ডিআরইউর বর্তমান সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘মোস্তাক ভাই কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সোমবার বেলা ১১টা বাজার পাঁচ মিনিট আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার ডায়ালাইসিস করে বাসায় ফিরেছিলেন তিনি। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) শরীর খারাপ হওয়ায় আবারও তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি করা হয়েছিল’।

তিনি আরও বলেন, মোস্তাক হোসনকে কোথায় দাফন করা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে সোমবার বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর