thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবে শিশুর মৃত্যু

২০১৮ সেপ্টেম্বর ০৪ ০৮:৪৬:১৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রলার ডুবিতে আলভী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেমালিয়া নদীর হাকিমপুর ও ইছাপুরা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির বয়স ৭/৮ বছর বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি ওই উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলকারকান্দি গ্রামে।

নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সরাইল উপজেলার ধরন্তি নৌকাঘাট থেকে একটি যাত্রীবোঝাই ট্রলার নাসিরনগর উপজেলার ইছাপুরা যাচ্ছিল। পথিমধ্যে ট্রলারটি বেমালিয়া নদীতে ডুবে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় শিশু আলভীর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ট্রলারটিতে ঠিক কতজন যাত্রী ছিল এবং কোনো যাত্রী নিখোঁজ রয়েছে কি না সেটি এখনো জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর