thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ঝিনাইদহে ‘চরমপন্থীকে’ কুপিয়ে হত্যা

২০১৮ সেপ্টেম্বর ০৪ ০৮:৫৫:৪৩
ঝিনাইদহে ‘চরমপন্থীকে’ কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডে তোয়াজ উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।তিনি ‘চরমপন্থী’ দলের সদস্য ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

তোয়াজ উদ্দিন উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া গ্রামের দরাপ আলী মন্ডলের ছেলে। তিনি গ্রামের একটি বাঁওড় (জলাভূমি) দেখাশোনা করতেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সি জানান, উপজেলার মান্দিয়া খালের পার্শ্ববর্তী হাওড়ে একটি ঘরের পাশে তোয়াজ উদ্দিন মন্ডলের লাশ পেয়েছেন তারা। নিহত ব্যক্তি একসময় চরমপন্থী দলের সদস্য ছিলেন। তিনি একটি হত্যা মামলার আসামি। তিন বছর আগে হক আলী নামের এক ব্যক্তিকে হত্যার পর লাশ যে স্থানে পুঁতে রাখা হয়েছিল সেই স্থানেই দুর্বৃত্তরা তোয়াজ উদ্দিনকে হত্যা করেছে। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। নিহতের ছোট স্ত্রী ও তার ছেলে রাতের খাবার নিয়ে যাওয়ার পর খবর জানাজানি হয়।

ওসি আরো জানান, রাত সাড়ে ৮টার দিকে এ হত্যা ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর