thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

২ কোম্পানির পর্ষদকে সতর্কবার্তা

২০১৩ নভেম্বর ০৮ ১৯:৩৮:৩০
২ কোম্পানির পর্ষদকে সতর্কবার্তা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্ধারিত সময়ে সমাপ্ত বছরের অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল না করায় দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সকল পরিচালক ও সচিবকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি দুটি হলো- আরগন ডেনিমস লিমিটেড ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত এনফোর্সমেন্ট অ্যাকশন অক্টোবরের মাসিক প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ৩০ জুনের অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন দেরিতে দাখিল করায় কোম্পানি দুটির বিরুদ্ধে কমিশন এ ব্যবস্থা নিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ অক্টোবর কোম্পানি দুটিকে সতর্ক করে চিঠি দেয় বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ। চিঠিতে ২ অক্টোবর আর্থিক প্রতিবেদন দেরিতে দাখিলের কারণ দর্শানোর জন্য কোম্পানি দুটিকে কমিশনে শুনানিতে তলব করা হয়।

শুনানিতে কোম্পানি দুটির পক্ষ থেকে যুক্তিসঙ্গত কারণ দর্শানোর ফলে শাস্তিস্বরূপ সতর্ক করা হয়। পাশপাশি ভবিষ্যতে এ ধরণের গাফিলতি পরিহার করে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালনের নির্দেশ দেওয়া হয়।

(দিরিপোর্ট২৪/এনটি/এমএআর/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর