thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ৪

২০১৮ সেপ্টেম্বর ০৪ ১০:০৫:৪০
রাজধানীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ডেমরার পূর্ব ডগাইর ঈদগাহ মাঠ এলাকায় আফাজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

আফাজ উদ্দিন ডেমরা ডগাইর পূর্বপাড়া ঈদগাহ এলাকায় স্থানীয় বাসিন্দা।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল গণমাধ্যমকে জানান, টাকা-পয়সার লেনদেনের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আল জাবেদ (২৫), নুর আলম (৪৮), জাহাঙ্গীর (৪৮) ও শাহা-আলম (৪৬) আহত হয়েছেন। তাদের আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর