thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ

২০১৮ সেপ্টেম্বর ০৪ ১১:০৬:৫১
শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। আমদানি-নিষিদ্ধ এসব ওষুধের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে এসব ওষুধ সৌদি আরবের জেদ্দা থেকে আমদানি করা হয়েছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শহীদুল ইসলাম জানান, সৌদি অ্যারাবিয়ানসের এয়ারলাইনসের এসভি-৮০৮ নম্বর ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমাণ আমদানি-নিয়ন্ত্রিত ও আমদানি-নিষিদ্ধ ওষুধ বিমানবন্দরে আসে। ওই সব ওষুধ হজযাত্রীদের লাগেজ বেল্ট দিয়ে স্ক্যানিং না করেই গোপনে বের করে নেয়া হবে এমন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা দল গোপনে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্টে ওই ওষুধ খুঁজতে থাকে। পরে মালিকবিহীন অবস্থায় একটি ট্রলিতে দুটি লাগেজ দেখে গোয়েন্দাদের সন্দেহ হয়। সব হজযাত্রী তাদের লাগেজ সংগ্রহ করে চলে গেলেও ওই লাগেজ দুটি ৮ নম্বর বেল্টের পাশে পড়ে থাকে।

পরে রাতে শুল্ক গোয়েন্দা দল লাগেজ দুটি ব্যাগেজ বেল্ট থেকে এনে আমদানি-নিষিদ্ধ ১৬ ধরনের ওষুধ পান।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর