thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১,  ৯ রবিউল আউয়াল 1446

শাহ আমানতে ৪৫ স্বর্ণবারসহ যাত্রী আটক

২০১৮ সেপ্টেম্বর ০৫ ১২:২১:১৮
শাহ আমানতে ৪৫ স্বর্ণবারসহ যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানফেরত এক যাত্রীর কাছ থেকে সোয়া পাঁচ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এসব সোনার আনুমানিক বাজারমূল্য সোয়া দুই কোটি টাকা।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয় আটক।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাসকট থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট থেকে গিয়াসউদ্দিন নামে এক যাত্রীকে তারা আটক করেন।

তিনি বলেন, আমাদের কাছে আগে থেকেই খবর ছিল। ফ্লাইট পৌঁছানোর পর যাত্রীরা নামার আগেই আমরা সেখানে যাই। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৪৫টি সোনার বার পাওয়া যায়।

মাহবুবুর রহমান বলেন, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন পাঁচ কেজি ২৪৮ গ্রাম, আনুমানিক বাজারমূল্য সোয়া দুই কোটি টাকা।

গিয়াসউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে এই কাস্টমস কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর