thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সন্ত্রাসী হামলার ৯ সেকেন্ডের মধ্যে হামলাকারী ধরাশায়ী

২০১৮ সেপ্টেম্বর ০৬ ০০:০৯:৫৬
সন্ত্রাসী হামলার ৯ সেকেন্ডের মধ্যে হামলাকারী ধরাশায়ী


দ্য রিপোর্ট ডেস্ক : নেদারল্যান্ডসের আমস্টারডামে হামলাকারী যুবককে ৯ সেকেন্ডের মধ্যে গুলিবিদ্ধ করে প্রতিহত করেছে পুলিশ। শুক্রবার সেন্ট্রাল রেল স্টেশনে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের ওপর ছুরি নিয়ে হামলা চালায় আফগান যুবক জায়েদ।

বিবিসি জানায়, দুই পর্যটকের ওপর হামলার দৃশ্য দেখেন একজন কর্মী। তিনি হামলাকারীকে ছুরি বের করতে দেখেন বলে জানান কমিশনার পিটার-জাপ আলবেরসবার্গ। মুহূর্তের মধ্যেই পুলিশ তার নিতম্বে গুলি করে বলে জানান তিনি।

হামলার পর আহত দুই পর্যটকসহ তিনজনকেই হাসপাতালে নেয়া হয়।

জার্মানিতে আশ্রয় চাওয়া জায়েদ ২০১৫ সালে জার্মানিতে পৌঁছায়। শুক্রবারেই সে ট্রেনে করে আমাস্টারডাম যায়।
জার্মান কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতেই ইঙ্গিত করে যে, যুবকদের দেয়া সুবিধা নিয়ে বসবাস করার সময়ই জায়েদ বিছিন্নতাবাদের দিকে ঝুঁকে পড়ে।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০৬,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর