thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

২০১৮ সেপ্টেম্বর ০৬ ০৯:২২:৪২
রাজধানীতে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে মোরশেদা জাহান (২২) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সজীব মিয়া পলাতক রয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন জানান, মোহাম্মদী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের একটি বাড়ির সাততলায় স্বামী সজীব মিয়ার সঙ্গে থাকতেন মোরশেদা। সন্ধ্যার দিকে আশেপাশের প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে আটকানো দরজা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে।

এসআই আরো জানান, নারীর স্বামী সজীব মিয়াকে খোঁজা হচ্ছে। তাঁর মোবাইল ফোন বন্ধ আছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর