thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

২০১৮ সেপ্টেম্বর ০৬ ১৩:১০:৩১
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর জেলা: মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বৈরি আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। এতে যাত্রীদের চাপ বেড়েছে ফেরিতে। ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা আছে ৩ শতাধিক যানবাহন।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের বিআইডব্লিউটিসি’র টিএস ফিরোজ আলম জানান, ভোর থেকে পদ্মা নদীতে হঠাৎ করে শুরু হয় ঘুর্ণিস্রোত। এতে বিঘ্ন ঘটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল। পরে এই বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ১০টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ রাখা হয়। তবে ২১টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর