thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সাক্ষরতার হার ৭২. ৯%: গণশিক্ষামন্ত্রী

২০১৮ সেপ্টেম্বর ০৬ ১৭:৩৬:২৬
সাক্ষরতার হার ৭২. ৯%: গণশিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে এখন সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের নানা কর্মসূচি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, যতদিন সরকার সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে। প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে।

এসময় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কর্মসূচি তুলে ধরে তিনি জানান, এ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও সেমিনারের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর