thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে বাস-লরি সংঘর্ষে আহত ৭

২০১৮ সেপ্টেম্বর ০৭ ১২:১৫:২৮
রাজধানীতে বাস-লরি সংঘর্ষে আহত ৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর শাহবাগ ধানাধীন পল্টন এলাকার জিরো পয়েন্টে লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সাত যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- শামসুল হক, আলামিন, স্বজল, কামাল, রফিক, পরিবনু ও ইসমাইল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, ভোরে আট নম্বর রুটের একটি বাস সায়দাবাদ থেকে গাবতলীর দিকে যাচ্ছিল। বাসটি ভোর সোয়া ৬টার দিকে পল্টন এলাকার জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সাত যাত্রী আহত হন। বাসের অক্ষত যাত্রী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর