thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা

২০১৮ সেপ্টেম্বর ০৯ ০৭:৩০:২৯
পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছেন মামুন (২২) নামে মাদকাসক্ত এক যুবক।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতে পীরপুর গ্রামের আব্দুল হানেফের (৬০) কাছে টাকা চেয়ে তা না পেয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন তার ছেলে মামুন। একপর্যায়ে তার বাবাকে ধারালো একটি দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান হানেফ।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া এ ঘটনায় আতাইকুলা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর