thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পঞ্চগড়ে বাসের ধাক্কায় দুই সন্তানসহ বাবা নিহত

২০১৮ সেপ্টেম্বর ০৯ ০৭:৫৪:৪৬
পঞ্চগড়ে বাসের ধাক্কায় দুই সন্তানসহ বাবা নিহত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশকোচের ধাক্কায় দুই সন্তানসহ মোটরসাইকেল আরোহী বাবা নিহত হয়েছেন।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আক্তারুজ্জামান (৪৫), তার ৬ বছর বয়সী মেয়ে আফসা ইবনাত আদিয়া এবং ১৪ মাস বয়সী আব্দুল্লাহ। একই ঘটনায় মা তানিয়া আক্তার (৩৫) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আক্তারুজ্জামান শিশু আবদুল্লার চিকিৎসার জন্য ঠাকুরগাঁও গিয়েছিলেন। রাতে স্ত্রী ও দুই সন্তানসহ পঞ্চগড় ফেরার পথে ঢাকাগামী যাত্রীবাহী একটি নৈশকোচ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আক্তারুজ্জামান মারা যান। হাসপাতালে নেয়া পথে দুই সন্তানও মারা যায়।

পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আক্তারুজ্জামানের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনিখুয়া গ্রামে। তিনি জেলা শহরের একটি ইলেক্ট্রনিক পণ্যের শো-রুমের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর