thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০১৮ সেপ্টেম্বর ০৯ ০৭:৫৮:৩৪
রাজধানীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ভাটারা এলাকা থেকে নাইন এমএম পিস্তল, ১০ রাউন্ড ও ৫ শতাধিক ইয়াবাসহ মো. জনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো অঞ্চলের উত্তরা জোনের পরিদর্শক মাসুদুর রহমানের নের্তৃত্বে একটি দল ওই এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

উত্তরা জোনের পরিদর্শক মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্য ছিল ভাটারায় ইয়াবা ব্যবসা করে আসছিল জনি নামে এক মাদক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর ঠিকানা পাওয়ার পর অভিযান চালানো হয়। বাসার ভেতর থেকে দরজা খুলছিল না। পরে দরজা ভাঙ্গার চেষ্টা করলে মাদক ব্যবসায়ী মো. জনি অস্ত্র নিয়ে বেড়িয়ে আসে। কিন্তু কৌশল খাটিয়ে তাকে আমরা গ্রেফতার করি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল। সেলিম নামে এক ব্যক্তির তার ইয়াবার জোগানদাতা। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর