thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

২০১৮ সেপ্টেম্বর ১০ ১০:১৯:৫৩
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।

রবিবার (৯ সেপ্টেম্বর) বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরোল শহরের উদ্দেশে যাত্রা করার পর বিধ্বস্ত হয়।

রাজ্যের তথ্যমন্ত্রী তাবান আবেল আগুয়েক আনাদোলু নিউজ এজেন্সিকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু এবং একজন কো-পাইলট।

আগুয়েক জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ২২ জন যাত্রী ছিল। বিমানটি ১৯ আসনের। তিনি জানিয়েছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

তিনি জানান, এখনও দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিমান বিধ্বস্তের সময় আবহাওয়া ভালো ছিল না। কুয়াশার কারণে এটি দুর্ঘটনা কবলিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক বছরে যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকবার বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এর আগে ২০১৫ সালে একটি বিমান দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর