thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কুকের সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরিতেই শেষ

২০১৮ সেপ্টেম্বর ১০ ২১:১৭:৪৪
কুকের সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরিতেই শেষ

দ্য রিপোর্ট ডেস্ক : জীবনের শেষ টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালিস্টার কুক। ২০০৪ সালে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন তাঁর জীবনের শেষ টেস্ট ইনিংসে সেঞ্চুরি করছিলেন। ১৪ বছর পর কুক নাসেরের মতই কাজ করে নজির গড়লেন। সোমবার ওভালে জো রুটকে সঙ্গে নিয়ে দলকে একেবারে নিশ্চিন্তে পৌঁছে দিয়ে কুক করলেন তাঁর টেস্ট কেরিয়ারের ৩৩ তম সেঞ্চুরি। অভিষেক টেস্টে নামা হনুমা বিহারির বলে সেঞ্চুরি পূর্ণ করলেন কুক। বাঁ হাতি এই ওপেনার রেখে গেলেন প্রশ্ন, মাত্র ৩৩-বছরেই অবসর কেন? সেঞ্চুরি করে কুমারা সাঙ্গাকারাকে টপকে ঢুকে পড়লেন টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বাধিক রানসংগ্রহকারীদের সেরা পাঁচের তালিকায়। সাঙ্গাকারা (১২,৪০০ রান)-কে টপকাতে ওভালে কুককে করতে হত ১৪৭ রান।

রবিবার, ম্যাচের তৃতীয় দিনে কুক ৪৬ রানে অপরাজিত ছিলেন। কুকের শেষ টেস্টে সেঞ্চুরির অপেক্ষায় ওভালে ভিড় জমিয়েছিলেন সবাই। সেঞ্চুরি পূর্ণ করতেই কুককে নিয়ে উচ্ছ্বাস গোটা ইংল্যান্ড জুড়ে, গোটা ক্রিকেট বিশ্বে। ২০০৬ সালে ভারতের বিরুদ্ধে নাগপুরে তাঁর অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন কুক, শেষ টেস্টেও করলেন। ১২ বছর আগে নাগপুরে তাঁর অভিষেক টেস্টে কুক করেছিলেন অপরাজিত ১০৪ রান। ওভালে প্রথম ইনিংসে ৭১ রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে কোনও ভুল করলেন না।

ওভালে জীবনের শেষ টেস্টে খেলতে নামার আগে কুক ১৬০ টি ম্যাচে১২২৫৪ রান করেছিলেন। ব্যাটিং গড় ৪৪.৮৮। কুকের ৩২ টি টেস্ট সেঞ্চুরি আছে, ৫৬ টি হাফ সেঞ্চুরি। কুকের টেস্ট কেরিয়ার শেষ হচ্ছে ৩৩ টি টেস্ট সেঞ্চুরি আছে, ৫৭টি হাফ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কুকের থেকে বেশি রান করেছেন শুধু- সচিন তেন্ডুলকর (১৫,৯২১) , রিকি পন্টিং (১৩,৩৭৮), জাক কালিস (১৩,২৮৯), রাহুল দ্রাবিড় (১৩২৮৮)। কুক-ই হলেন ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান যিনি দশ হাজার রানের ক্লাবে ঢুকেছিলেন। ইংল্যান্ডকে একা হাতে কত ম্যাচে যে তিনি জিতিয়েছেন তাঁর ঠিক নেই। ওয়ানডে-তেও কুকের রেকর্ড ভাল। ৯২ টি ওয়ানডে-তে তিন হাজারের ওপর রান আছে তাঁর। তবে বিস্ফোরক নন নয় বলে, আর টেস্টে আরও মনোসংযোগ করতে চান না চার বছর আগেই ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ১০,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর