thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২০১৮ সেপ্টেম্বর ১১ ০১:১৯:০৩
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়ক সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বেল্লাল আহমেদ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমরান ও তানজিন বিকেলে স্থানীয় বিলের পাশে খেলতে গিয়ে পানিতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ মাইনউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ১১,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর