thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রানারের বিডিংয়ে ১৮ ঘণ্টায় সাড়ে ৬ কোটি টাকার বিড

২০১৮ সেপ্টেম্বর ১১ ১১:২৩:৪৮
রানারের বিডিংয়ে ১৮ ঘণ্টায় সাড়ে ৬ কোটি টাকার বিড

দ্য রিপোর্ট ডেস্ক :বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার তালিকাভুক্ত হতে যাওয়া রানার অটোমোবাইলসে বিডিংয়ে ১৮ ঘণ্টায় ৯ জন বিডার ৬ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৮০০ টাকার বিড করেছেন। এ সময়ে সর্বোচ্চ ৮১ টাকার এবং সর্বনিম্ন ৩৩ টাকার বিড করেছেন একজন করে বিডার।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত এই বিড করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণে এই বিডিং শুরু হয়েছে। যা চলবে টানা ৭২ ঘন্টা বা ১৩ সেপ্টেম্বরের বিকাল ৫টা পর্যন্ত।

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বিডিংয়ে ১জন বিডার প্রতিটি ৮১ টাকা করে ১ লাখ ৫৪ হাজার ৩০০টি শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন। যার মোট দর ১ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৩০০ টাকা। ৮০ টাকা দরে ৩ লাখ ৬২ হাজার ৪০০টি শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন ছয়জন বিডার। এই শেয়ারগুলোর মোট মূল্য দাড়ায় ২ কোটি ৮৯ লাখ ৯২ হাজার টাকা। একজন বিডার ২ লাখ ১৯ হাজার ২০০টি শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছে ৫৭ টাকা করে। আর ৩৩ টাকা করে ৩ লাখ ৭৮ হাজার ৭০০টি শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন একজন বিডার।

এর আগে ১০ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিং অনুমোদন দেয়।

রানার অটোমোবাইলস লিমিটেড শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এরমধ্যে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৬২ কোটি ৫০ লাখ টাকা। এই বরাদ্দকৃত টাকার উপরে বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত হবে কাট-অফ প্রাইস।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে, যা দিয়ে কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৫৫.৭০ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পত্তি (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) দাঁড়িয়েছে ৪১.৯৪ টাকা। আর কর পরবর্তী ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর