thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

পতেঙ্গা সৈকতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

২০১৮ সেপ্টেম্বর ১১ ২০:২৩:৫৯
পতেঙ্গা সৈকতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্র। মঙ্গলবার দুপুরে দুই শিক্ষার্থী পানিতে গোসল করতে নামলে তাদের মধ্যে একজন আসিফ শাহরিয়ার রুবেল নিখোঁজ হন।

নিখোঁজ রুবেল এবং উদ্ধার হওয়া নাফিস খান নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ প্রসঙ্গে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থী কলেজ ফাঁকি দিয়ে সমুদ্র সৈকতে যায়। সেখানে গোসল করতে নেমে স্রোতে একজন তলিয়ে যায়। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূইয়া বলেন, স্রোতের টানে দুই শিক্ষার্থী ভেসে যাওয়ার সময় সৈকতের কয়েকজন ফটোগ্রাফার এক শিক্ষার্থী নাফিসকে উদ্ধার করতে পারলেও আসিফকে পাওয়া যায়নি।

তিনি জানান, সাগর উত্তাল থাকায় দুপুরে উদ্ধার কাজ ব্যাহত হয়। বিকেলে ভাটা শুরু হওয়ার পর ডুবুরিরা আসিফকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌ-বাহিনীর ডুবুরি দলের একটি টিমও কাজ করে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর