thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

রামেক হাসপাতলে নার্সদের বিক্ষোভ, বিপাকে রোগীরা

২০১৮ সেপ্টেম্বর ১২ ১২:১১:৫১
রামেক হাসপাতলে নার্সদের বিক্ষোভ, বিপাকে রোগীরা

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নার্সদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে বিক্ষোভ করছেন নার্সরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ঘটনাস্থল থেকে রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তিনজনকে আটক করেছে।

রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, হাসপাতালের ৮নং ওয়ার্ডে রোগীকে স্যালাইন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এ সময় ওই ওয়ার্ডের জানালার কাঁচও ভাঙচুর করেছেন রোগীর বিক্ষুব্ধ স্বজনরা। পরে হাসপাতাল বক্স পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করা হয়; যাদের থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে অঘোষিত কর্মবিরতিতে চলে গেছেন নার্সরা। তারা হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তারা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর