thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খালাস চেয়ে পটুয়াখালীর ৩ যুদ্ধাপরাধীর আপিল

২০১৮ সেপ্টেম্বর ১২ ১২:৫৭:৩৪
খালাস চেয়ে পটুয়াখালীর ৩ যুদ্ধাপরাধীর আপিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর তিন আসামি খালাস চেয়ে আপিল দায়ের করেছেন।

আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল ও সোলায়মান মৃধা আপিল করেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান এ আপিল দাখিল করেন।

এর আগে গত ১৩ আগস্ট একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আমীর হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা এ পাঁচ আসামি হলেন- পটুয়াখালীর ইসহাক শিকদার, আব্দুলগণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার পেদা ও সোলায়মান মৃধা। রায়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক রেখে নির্যাতন, ১৭ জনকে হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যদণ্ডের এ রায় দেওয়া হয়। এ ছাড়া পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামের অন্তত ১৫ নারীকে ধর্ষণের ঘটনাতেও একই সাজা দেন ট্রাইব্যুনাল।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর