thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ওয়াহিদুজ্জামানের মুক্তি দাবি

২০১৩ নভেম্বর ০৮ ১৯:৫২:৫০
ওয়াহিদুজ্জামানের মুক্তি দাবি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অনলাইন অ্যাক্টিভিস্ট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও বিশ্ববিদ্যালয়ের বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং তার মুক্তির দাবি জানিয়েছে এসোসিয়েশন অব অনলাইন অ্যাক্টিভিস্ট রাইটস।

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এ দাবি জানান এসোসিয়েশনের ওয়াহিদুন নবী।

তিনি বলেন, ওয়াহিদুজ্জামান তার ফেসবুক পোস্টে টিপাইমুখ বাঁধ ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাবের উপর লেখালেখি করার পর অনেকের আক্রোশের শিকার হন। একই সঙ্গে তার ফেসবুকে আক্রমণাত্মক ও হুমকি দিয়ে অনেকে কমেন্টসও করেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, একটি মিথ্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন। অথচ মামলাটি এখনও বিচারাধীন।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন ওয়াহিদুজ্জামানের স্ত্রী জেননীরা কুদ্দুস, মো. মশিউর রহমান, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারকে নিয়ে কটুক্তি করায় জনৈক এবি সিদ্দিক চলতি বছরের ৯ অক্টোবর রাজধানী রামপুরা থানায় ওয়াহিদুজ্জামানের নামে একটি মামলা দায়ের করেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। ৪ নভেম্বর ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগাড়ে পাঠান।

(দিরিপোর্ট২৪/এসআর/এমএআর/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর