thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর মিস্ত্রির মৃত্যু

২০১৮ সেপ্টেম্বর ১৩ ০৯:১৭:৩২
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলী (২৬) নামে এক জেনারেটর মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামের মুক্তিযোদ্ধা জীবন মিয়ার ছেলে। তিনি ফতুল্লার দিপ্তী ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় চাকরি করতেন।

কারখানার পরিচালক মিজানুর রহমান জানান, আলী জেনারেটর মিস্ত্রি ছিল। রাতে কারখানায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের সাংবাদিকদের জানান, দিপ্তী ডাইংয়ে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর