thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

চীনে গাড়ি হামলায় নিহত ৯, আহত ৪৬

২০১৮ সেপ্টেম্বর ১৩ ০৯:৪৮:৪১
চীনে গাড়ি হামলায় নিহত ৯, আহত ৪৬

দ্য রিপোর্ট ডেস্ক : চীনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির হুনান প্রদেশের একটি ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ।

বুধবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকারী কর্মকর্তারা।

বেইজিং ইউথ ডেইলি জানায়, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন ওই গাড়ির চালক।

এর আগে ২০১৩ সালে রাজধানী বেইজিংয়ের টাইনানমেন স্কয়ারে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়া হয়েছিল। সেসময় পাঁচজন নিহত ও ৩৮ জন আহত হয়েছিলেন।

পুলিশ ওই ঘটনাকে আত্মঘাতী হামলা বলে দাবি করেছিল। স্থানীয় মুসলিম উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়কে এর জন্য দায়ী করা হয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর