thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ র‍্যাম্প মডেল গ্রেপ্তার

২০১৮ সেপ্টেম্বর ১৩ ১০:০৩:০২
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ র‍্যাম্প মডেল গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার বিমানবন্দর থেকে কান্তা আক্তার (২৪) নামে এক তরুণীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ওই তরুণী নিজেকে র‍্যাম্প শোর মডেল বলে পরিচয় দিয়েছেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ওই তরুণীর নারায়ণগঞ্জ সদরের নয়াপাড়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী বিমানবন্দরে প্রবেশ করে হাত ব্যাগে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করছিলেন।

তিনি আরও জানান, বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশি ফটকে ধরা পড়েন ওই তরুণী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। গ্রেপ্তার কান্তা আক্তারকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর