thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৫, বন্দুকধারীর আত্মহত্যা

২০১৮ সেপ্টেম্বর ১৩ ১১:৪২:৩৬
ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৫, বন্দুকধারীর আত্মহত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এক বন্দুকধারী গুলি চালিয়ে নিজের স্ত্রীসহ পাঁচজনকে হত্যা করেছেন। তবে পরে আত্মঘাতী হয়েছে সেও।

বুধবার (১২ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কার্ন নদী উপকূলের ব্যাকার্সফিল্ড শহরে দফায় দফায় গুলিতে ওই পাঁচজনকে হত্যা করা হয়। খবর- বার্তা সংস্থা এএফপির।

এ বিষয়ে কার্ন কাউন্টির প্রশাসনিক প্রধান ডনি ইয়াংব্লাড বলেন, ওই বন্দুকধারী প্রথমে একটি ট্রাকিং কোম্পানিতে তার স্ত্রী ও অন্য একজনকে হত্যা করে। এরপর আরেকজনকে ধাওয়া দিয়ে গুলি করে মারে। ওই ব্যক্তি তারপর আরেকটি আবাসিক ভবনে ঢুকে আরও দু’জনকে হত্যা করে।

তখন তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরতে গেলে নিজেই নিজেকে গুলি করে ওই ব্যক্তি।

প্রশাসনিক প্রধান জানান, কেন এই দফায় দফায় গুলির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। তবে তদন্তের স্বার্থে ওই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। ঘটনাস্থল থেকে পুলিশ তার অস্ত্র উদ্ধার করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর