thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

২০১৮ সেপ্টেম্বর ১৩ ২০:০৯:২৪
কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়ার জামিনের অধিকতর শুনানি শেষে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম ওই আদেশ দেন। এর আগে গত বুধবার বিকেলে পূর্বনির্ধারিত জামিনের শুনানি শেষে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জামিন শুনানি মুলতবি করা হয়েছিল।

খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট তাইফুর আলম এবং অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামকস্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরের দিন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের আসামি করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর