thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

অন্তিম শয়ানে ‘ওস্তাদ’ ওয়াজেদ গাজী

২০১৮ সেপ্টেম্বর ১৩ ২১:০২:৪১
অন্তিম শয়ানে ‘ওস্তাদ’ ওয়াজেদ গাজী

যশোর প্রতিনিধি : অন্তিম শয়ানে দেশের ফুটবল অঙ্গনে ‘ওস্তাদ’ নামে খ্যাত জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ওয়াজেদ গাজী (৮৮)। বৃহস্পতিবার বাদ জোহর যশোর ঈদগাহে অনুষ্ঠিত নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দুপুরে যশোর শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় যশোর শহরের ওয়াপদা রোডে মেয়ে শাহানা ইয়াসমিনের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেনস্টোকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ওয়াজেদ গাজীর নাতি তারিফ হাসান জানান, বাদ জোহর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে শামস্ উল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে শেষ শ্রদ্ধা জানানো হয়। মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে যশোর জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, শামস্ উল হুদা ফুটবল অ্যাকাডেমি, ফুটবল খেলোয়াড়বৃন্দ, যশোর সোনালী অতীত কাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর জেলা শাখা, যশোর স্থানীয় ক্রীড়া রিপোর্টারবৃন্দ।

ওয়াজেদ গাজীর আদি নিবাস সাতীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া গ্রামে। ১৯৬৩ সালে থেকে তিনি যশোরের বাসিন্দা। শেষ জীবনে তিনি মেয়ের বাসায় থাকতেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ২০১৫ সালের ২ জুন মারা যান।
ওয়াজেদ গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধ অ্যাড. রবিউল আলম, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান, ইয়াকুব কবীর, অতিরিক্ত সাধারণ সম্পাদক মকসেদ শফী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, সাঁতার কোচ আব্দুল মান্নান, সৌখিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু প্রমুখ।
(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ১৩,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর