thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

পাবনায় মোবাইলে চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

২০১৮ সেপ্টেম্বর ১৪ ০৭:২০:৪৩
পাবনায় মোবাইলে চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মধু হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর মসজিদপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মধু হোসেন পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন এবং ওই গ্রামের আবদুল মোমিনের ছেলে।

স্বজনরা জানান, রাতে শোবার ঘরে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলে চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে বিছানা থেকে মাটিতে ছিটকে পড়েন মধু। পরে পরিবারের লোকজন তার গোঙানীর শব্দ পেয়ে ঘরে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধু হোসেনকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি রানী কুন্ডু বলেন, বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মধু হোসেন নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর