thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নারায়ণগঞ্জে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৮ সেপ্টেম্বর ১৪ ০৯:৩৪:২১
নারায়ণগঞ্জে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার রূপগঞ্জে পূর্বাচল উপশহর থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

পূর্বাচল উপশহরের তিনশ' ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছ থেকে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় বা তাদের হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান জানান, নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, একজনের গায়ে ধুসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট রয়েছে। তবে স্থানীয় কেউ বা পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

ফারুক হোসেন বলেন, ‘কারা, কীভাবে এবং কী কারণে তাদের হত্যা করেছে সেব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর