thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

শূন্যেও সেরা বোল্ট

২০১৮ সেপ্টেম্বর ১৪ ১৫:২৪:৩৫
শূন্যেও সেরা বোল্ট

দ্য রিপোর্ট ডেস্ক :‘যে পারে, সে সবখানেই পারে!’ বাক্যটা যেন উসাইন বোল্টের জন্যই তৈরি! দৌড় ছেড়ে পেশাদার ফুটবলে নাম লিখিয়েছেন। তাই বলে যে প্রিয় দৌড়কে একদমই ভুলে বসেছেন সেটিও নয়। বিশ্বের এখন পর্যন্ত দ্রুততম মানব আবারও দেখালেন পায়ে সেই জাদু। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নয়, একেবারে শূন্য মাধ্যাকর্ষণে!

এয়ারবাস জিরো-জি এয়ার প্লেনের ভেতর আরও দুই সহযাত্রীকে নিয়ে শূন্য মাধ্যাকর্ষণের ভেতর ১০০ মিটার দৌড়েছেন বোল্ট। পায়ে মোজা পরে দৌড়ে প্রথমে পিছিয়ে পড়লেও দ্রুতই তা কাটিয়ে উঠেছেন। বাকি দুজনকে পেছনে ফেলে হয়েছেন সেরাও।

শুধু তাই নয়। বোল্টকে দিয়ে নিজেদের শ্যাম্পেনের স্বাদটাও পরীক্ষা করিয়ে নিয়েছে এক উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেটাও আবার এই শূন্য মাধ্যাকর্ষণেই।

পরে সেই অভিজ্ঞতা ইনস্টাগ্রামে তুলে ধরেছেন বোল্ট, ‘খেলায় পরিবর্তন… দৌড়ের মধ্যে জীবন উপভোগ করা আর শূন্য মাধ্যাকর্ষণে শ্যাম্পেন পান করা…!’

(দ্য রিপোটৃ/একেএমএম/সেপ্টেম্বর ১৪,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর