thereport24.com
ঢাকা, শুক্রবার, ৬ আগস্ট ২০২১, ২২ শ্রাবণ ১৪২৮,  ২৭ জিলহজ ১৪৪২

ভারতে বাস খাদে, নিহত বেড়ে ১৭

২০১৮ সেপ্টেম্বর ১৪ ১৭:৩৫:০৪
ভারতে বাস খাদে, নিহত বেড়ে ১৭

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আরো ১৬ জনের অবস্থা গুরুতর।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে ওই বাসটি কেশওয়ান থেকে কিস্তওয়ারের উদ্দেশে রওনা হয় ৷ সেই সময় বাসে ছিলেন অন্তত ৪০ জন যাত্রী ৷ খবর এনডিটিভির, সংবাদ প্রতিদিনের।

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কিস্তওয়ারের কাছে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়৷ স্থানীয় বাসিন্দাদের মুখে মুখেই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে৷ খবর পৌঁছায় পুলিশের কাছে ৷ তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ ৷

সেনা সদস্যরাও উদ্ধারকাজে হাত লাগান ৷ পরমহংস ও এমআই ভি-৫ চপারে করে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করা হয়৷ পরমহংস চপারে উদ্ধার করা হয় তিনজনকে৷ ওই গভীর খাদ থেকে একে একে মোট ৩৩ জনকে উদ্ধার করা হয়৷ তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

১৭ জনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

বাকি ১৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ প্রত্যেকেরই চিকিৎসা চলছে ৷ পুলিশকর্তা রাজেন্দ্র গুপ্তা নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ৷ নিহতদের পরিবারের প্রতি পাঁচ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ৷

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর