thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠালো বিজিবি

২০১৮ সেপ্টেম্বর ১৫ ০৯:২৬:১৯
অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজার প্রতিনিধি : নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাত ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় সাতজন রোহিঙ্গা পুরুষ ছিলেন।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, সাতজন আরোহী নিয়ে ভিড়তে চেষ্টা করা নৌকাটিকে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের ঢল নামে। রাখাইন রাজ্যে সহিংসতা অভিযানের কথা বলে সে দেশের সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালায়। নির্যাতন, বাড়িঘরে আগুন ও ধর্ষণ থেকে বাঁচতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বের ১৫, ২০১৮ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর