thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুষ্টিয়ায় ধানক্ষেতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

২০১৮ সেপ্টেম্বর ১৫ ১২:২৭:৩১
কুষ্টিয়ায় ধানক্ষেতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধানক্ষেত থেকে নিখোঁজ শিশু সাবিয়ার (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন খাসিমারা মাঠ এলাকার একটি ধানক্ষেতের সেচনালা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত সাবিয়া উপজেলার মিটন মাঠপাড়া এলাকার ভাসা আলীর মেয়ে।

আমলা পুলিশ ক্যাম্পের এসআই আবদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সাবিয়া নিখোঁজ ছিল।

শনিবার সকালে ধানক্ষেতের সেচনালার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে বা কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বের ১৫, ২০১৮ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর