thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কিউবা থেকে আমেরিকান প্লেন হাইজ্যাকারকে ফেরত

২০১৩ নভেম্বর ০৮ ২০:০৫:২৩
কিউবা থেকে আমেরিকান প্লেন হাইজ্যাকারকে ফেরত

দিরিপোর্ট২৪ ডেস্ক : আমেরিকান প্লেন হাইজ্যাকার উইলিয়াম পটসকে বৃহস্পতিবার কিউবা থেকে মিয়ামির ফ্লোরিডাতে ফেরত আনা হয়েছে। ৫৬ জন যাত্রী বহনকারী ওই প্লেনকে ১৯৮৪ সালে কিউবাতে উড়িয়ে নিয়ে যেতে বাধ্য করেছিলেন তিনি।

পটসের বয়স এখন ৫৬। আফ্রিকান আমেরিকান ব্ল্যাক প্যান্থার আন্দোলনের এই সদস্যকে কিউবা সরকার প্লেন হাইজ্যাকের অভিযোগে ১৩ বছর আগে গ্রেফতার করেছিল। তিনি এতোদিন হাভানা জেলে ছিলেন।

এফবিআই নিজস্ব চার্টার ফ্লাইটে করে পটসকে দেশে নিয়ে আসে। তিনি হাভানা ছাড়ার আগে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের আইনে ন্যায়বিচার পাবেন।

ফ্লোরিডায় তিনি বৃহস্পতিবার মার্কিন আদালতের মুখোমুখি হবেন। পটস বার্তা সংস্থা এপিকে জানান, যাই হোক না কেন, আমি প্রস্তুত আছি। আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি।

(দিরিপোর্ট২৪/এমএইচ/ এমডি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর