thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শুরুতেই ব্যাক ফুটে বাংলাদেশ

২০১৮ সেপ্টেম্বর ১৫ ১৮:২৬:১৪
শুরুতেই ব্যাক ফুটে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : আপাতত ব্যাকফুটে বাংলাদেশ। শনিবার এশিয়া কাপ শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।তামিমের সঙ্গে ওপেনে নামেন ওয়েস্ট ইন্ডিজে টি২০ সিরিজে ভালো করা লিটন দাস। কিন্তু মালিঙ্গার প্রথম ওভারে দলীয় ১ রানে ফিরে যান তিনি। রানের খাতা খুলতে পারেননি লিটন।

তারপর ব্যাটে আসেন সাকিব আল হাসান। মালিঙ্গার প্রথম ওভারের শেষ বলে এবং সাকিবের খেলা প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান তিনি। বাংলাদেশ প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে কাঁপছে। এরপর ব্যাটে ছিলেন তামিম এবং মুশফিক। কিন্তু লাকমালের দ্বিতীয় ওভারের শেষ বলে বাঁ-কব্জিতে আঘাত পান তিনি। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে চলে যান মাঠের বাইরে। মুশফিকের সঙ্গে এখন ক্রিজে আছেন মিঠুন। বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৬ রান।

ব্যাট নেওয়ার ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'উইকেট দেখে ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। শেষের দিকে বোলাররা উইকেট থেকে সাহায্যে পেতে পারে। শেষে স্পিনারা বলে টার্ন পাবে। সেজন্য শুরুতে ব্যাট করা ভালো হবে মনে করছি।আমাদের ক্রিকেটাররা ভালো ফর্মে আছে। বিশেষ করে তামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে। তারা এখানেও ভালো করবে আশা করছি।'

শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেল ম্যাথুস বলেন, 'টস জিতলে আমিও ব্যাটিং নিতাম। উইকেট দেখে ব্যাটিং সহায়ক হবে মনে হচ্ছে। শেষের দিকে সামান্য শিশির থাকবে তবে তাতে বিশেষ সুবিধা পাওয়ার কথা না। আমাদের দলে মালিঙ্গা ফিরেছেন যা দলের জন্য খুবই ভালো। কঠিন মুহূর্তে তার হাতে বল তুলে দিয়ে নির্ভার থাকা যায়। গরমে একটু সমস্যা হতে পারে তবে বাংলাদেশও একই গরমে খেলবে।'

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এক বছর পরে দলে ফিরেছেন মালিঙ্গা। তিনি বলেন, 'আমি ১৬ মাস দলের সঙ্গে নিয়মিত খেলছি না। তবে যেহেতু দলে ফিরেছি ভালো খেলার চিন্তা করছি। সামনে চোখ এখন আমার। অনেক দিন বাদে খেলছি বলে চাপ অনুভব করছি না।'

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটস দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাশুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, আমিলা আপোনসো।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ১৫,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর