thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ, প্রতিবেদন রবিবার

২০১৮ সেপ্টেম্বর ১৫ ১৯:০৮:২২
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ, প্রতিবেদন রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। রবিবার তারা কারা অধিদফতরে খালেদা জিয়ার জন্য ব্যবস্থাপত্র দেবেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত এই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা শনিবার (১৫ সেপ্টেম্বর) পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারের দোতলার কারাকক্ষে গিয়ে ২০ মিনিট ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তবে তারা কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।

এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এরপর তারা চলে গেছেন।’

তিনি জানান, ‘চিকিৎসকরা রবিবার কারা অধিদফতরে তার চিকিৎসার বিষয় লিখিত পরামর্শ বা ব্যবস্থাপত্র দেবেন।’

কারা চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, ‘খালেদা জিয়ার আগের সমস্যাগুলোই চিকিৎসকরা দেখেছেন। তাকে প্রায় ২০ মিনিট ধরে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা দেখেছেন। রবিবার বোর্ড একটি রিপোর্ট দেবেন। সেই অনুযায়ী কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তারা তাৎক্ষণিক কোনও কিছু বলেননি।’

হাসপাতালে ভর্তির বিষয়ে জানতে চাইলে কারা চিকিৎসক বলেন, ‘বোর্ডের চিকিৎসকরা তাৎক্ষণিক কোনও কিছুই বলেননি, সবকিছু রবিবার জানা যাবে।’

খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, না, এরকম কিছু বলেননি।’

খালেদা জিয়ার স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে কিনা-জানতে চাইলে এই কারা চিকিৎসক বলেন, বোর্ডের রিপোর্ট পেলে এসব জানা যাবে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর ১৩ সেপ্টেম্বর পাঁচ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর