thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

চাঁদপুরে ২ সিএনজির সংঘর্ষ, নিহত ২

২০১৮ সেপ্টেম্বর ১৬ ০৯:০৫:১৪
চাঁদপুরে ২ সিএনজির সংঘর্ষ, নিহত ২

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আটজন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের করবা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে একজন পুরুষ (৭০) ও একজন নারী (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা দুটি একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের মাটির স্তূপে লেগে উল্টে যায়। এ সময় পেছনের অটোরিকশাটি সামনের অটোকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে প্রায় আধাঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আমরা তথ্য সংগ্রহের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। গুরুতর আহত অজ্ঞাতনামা একজনকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ শাহরাস্তি থানায় রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর