thereport24.com
ঢাকা, শনিবার, ৯ আগস্ট 25, ২৫ শ্রাবণ ১৪৩২,  ১৪ সফর 1447

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

২০১৮ সেপ্টেম্বর ১৬ ১২:৩৬:৪১
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আজিজুল ইসলাম ওরফে হাতকাটা আজিজুল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সামটা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আজিজুল শীর্ষ মাদক ব্যবসায়ী। নিহতের বিরুদ্ধে শার্শা থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আজিজুল ইসলাম উপজেলার সামটা গ্রামের জেহের আলীর ছেলে।

শার্শা থানার ওসি মশিউর রহমান জানান, শার্শা উপজেলার সামটা গ্রামে ভোরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে, এ সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আজিজুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর