thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ফয়সালা আগামী মাসে: নাহিদ

২০১৮ সেপ্টেম্বর ১৬ ১৯:৪৮:৫৬
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ফয়সালা আগামী মাসে: নাহিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) বিষয়টি আগামী মাসের মধ্যে ফয়সালা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মত নিয়ে আগামী মাসের মধ্যে এই বিষয়টির ফয়সালা হবে।’ রবিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে সরকার দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গির হোসাইনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

‘আগামী ডিসেম্বরের আগে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে’—আ খ ম জাহাঙ্গির হোসাইনের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১০ সালের পর শিক্ষা প্রতিষ্ঠান আর এমপিওভুক্তি করা সম্ভব হয়নি। অর্থমন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া করতে পারি না।আমরা অর্থ ছাড়ের জন্য আরও আগে থেকেই অর্থমন্ত্রীকে অনুরোধ করে যাচ্ছি। তবে ইতোমধ্যে অর্থমন্ত্রী রাজি হয়েছেন এবং কিছু টাকা বরাদ্দও দিয়েছেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্তির জন্য আমরা একটি ক্রাইটেরিয়া নির্ধারণ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন দিয়েছি। আগ্রহীরা অনলাইনে আবেদন করবেন। বাছাই করা হবে। কিসের ভিত্তিতে দেবো, প্রধানমন্ত্রীর মত নিয়ে আগামী মাসের মধ্যে ফয়সালা হবে। তবে কী পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হবে, সেটা বলতে পারছি না। এখানে অনেক বিষয় থাকে। আমরা চেষ্টা করছি বাড়ানোর জন্য। আগামী মাসের মধ্যে ফয়সালা হয়ে যাবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর