thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

২০১৮ সেপ্টেম্বর ১৭ ০৯:১৭:২০
রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকায় তরঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় মনির হোসেন (১৭) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

রবিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ত্রিমোহনী ব্রিজের ওপর যাত্রীবাহী তরঙ্গ পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক মনিরের মৃত্যু হয়। এসময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়। বাসের চালক পলাতক রয়েছেন। পুলিশ বাসটি জব্দ করেছে।

ময়নাতদন্তের জন্য মনিরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর