thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

গোপালগঞ্জে বাস-বাইক সংঘর্ষ, নিহত ১

২০১৮ সেপ্টেম্বর ১৭ ১২:১৪:৪৫
গোপালগঞ্জে বাস-বাইক সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০জন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ধোপাভিটা এলাকার মুকসুদপুর-বরইতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন (২৮) মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদের ছেলে।

আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা য়ায়নি।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, মুকসুদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলটি বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই এর আরোহীর মৃত্যু হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে অন্তত ২০ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর